Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, নাটোরে সরকার নির্ধারিত সুলভ মূল্যে উদ্যান ফসল যেমন-ফুল, ফল, সবজি, ঔষধি, শোভাবর্ধণকারী ও মসলার চারা/কলম বিক্রয় করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নোটিশ বোর্ড/খবর মেন্যুতেঃ চারা/কলম প্রাপ্তির তথ্য ও চারা/কলমের মুল্য তালিকা: (অর্থ বছর ২০২৩-২০২৪) আপলোড করা হয়েছে।


সাম্প্রতিক কর্মকান্ড

১.       স্থানীয় চাহিদার প্রেক্ষিতে ফুল, ফল, সবজি ও মসলার মান সম্পন্ন চারা/কলম ও বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ ।

২.       কৃষিজীবিগণকে উদ্যানতাত্তিক প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে উদ্যান ফসলের উন্নত প্রযুক্তি সম্প্রসারণ ।

৩.       পরিবেশ বান্ধব, নিরাপদ ও টেকসই উৎপাদনক্ষম উদ্যান ফসল সংশ্লিষ্ট কৃষি কার্যক্রম প্রবর্তন ।

৪.       কৃষি তথ্য প্রযুক্তি উন্নয়ন ও ই-কৃষি তথ্য সেবা সম্প্রসারণ ।

৫.       কৃষি উপকরণের (চারা/কলম ও বীজ ) উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ ।

৬.       মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিকরণ ।

৭.       পানি ব্যবস্থাপনার মাধ্যমে উদ্যান ফসল উৎপাদন এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহারে উৎসাহিতকরণ ।

৮.       উদ্যান ফসলের ঘাত সহিষ্ণু জাত  সম্প্রসারণ ।

৯.       সম্প্রসারণ কর্মী ও কৃষকদের দক্ষতা বৃদ্ধিকরণ ।

১০.     উদ্যান ফসলের উন্নয়নে নারীকে সম্পৃক্তকরণ ।

১১.     উচ্চ মূল্য উদ্যান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি ।

১২.     মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও সম্প্রসারণ ।

১৩.     প্রচলিত লাগসই উদ্যান ফসলভিত্তিক কৃষি প্রযুক্তি সংরক্ষণ ও স¤প্রসারণ ।

১৪.     জলবায়ু পরিবর্তনের সাথে সাথে উদ্যান ফসল উৎপাদনে বিরূপ প্রভাব মোকাবেলায় কৃষকদের প্রয়োজনীয় কৃষি প্রযুক্তি ও পরামর্শ প্রদান করা ।