Wellcome to National Portal

হর্টিকালচার সেন্টার, নাটোরে সরকার নির্ধারিত সুলভ মূল্যে উদ্যান ফসল যেমন-ফুল, ফল, সবজি, ঔষধি, শোভাবর্ধণকারী ও মসলার চারা/কলম বিক্রয় করা হয়।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নোটিশ বোর্ড/খবর মেন্যুতেঃ চারা/কলম প্রাপ্তির তথ্য ও চারা/কলমের মুল্য তালিকা: (অর্থ বছর ২০২৩-২০২৪) আপলোড করা হয়েছে।


ওয়াইআরএফপি (YRFP)

প্রকল্পের নামঃ বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন শীর্ষক প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

প্রকল্প পরিচালকঃ ড. মোঃ মেহেদি মাসুদ, মোবাঃ ০১৭১৬২৬০৬৯৫, ফোনঃ ৮৮-২-৯১০১১৭৫ ।

উদ্দেশ্যঃ 

১) দেশের ৩ টি পাহাড়ী জেলাসহ অন্যান্য জেলার অসমতল ও পাহাড়ী জমি এবং উপকুলীয় ও অন্যান্য অঞ্চলের অব্যবহৃত জমি ও বসতবাড়ীর চার পাশের জমিকে আধুনিক পদ্ধতিতে চাষাবাদের আওতায় এনে উদ্যান ফসলের উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি সমতল ভূমিতে অন্যান্য মাঠ ফসলের উৎপাদনের সুযোগ অক্ষুনণণ রাখা;  

২) দেশীয় এবং রপ্তানীযোগ্য ফসলের ক্লাষ্টার/ক্লাব ভিত্তিক উৎপাদন

৩) বিদ্যমান হর্টিকালচার সেন্টার সমুহের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং প্রসত্মাবিত নতুন হর্টিকালচার সেন্টার স্থাপনের মাধ্যমে মান সম্পন্ন চারা কলম উৎপাদন বৃদ্ধি;

৪) উদ্যান ফসলের প্রযুক্তি সম্প্রসারণ;

৫) নারীর ক্ষমতায়ন, আয় বৃদ্ধি এবং উদ্যান বিষয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন।

প্রকল্প এলাকাঃ ৪৫টি জেলার ৩৬২ টি উপজেলা ও ৬০টি উদ্যান উন্নয়ন কেন্দ্র

কার্যক্রমঃ  প্রশিক্ষণ ও শিক্ষা সফর, প্রদর্শনী, যানবাহন ক্রয়, কৃষি যন্ত্রপাতি ও অফিস সরঞ্জাম ক্রয়, নির্মান ও পূর্ত, নগর বিক্রয় কেন্দ্র, ফল প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরী নির্মাণ, হর্টিকালচার সেন্টারের লজিষ্টিক সাপোর্ট ও অবকাঠামো উন্নয়ন।